
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সদ্য সমাপ্ত ফুটবল মরশুমটা দুর্দান্ত গিয়েছে মোহনবাগানের। আইএসএল জিতেছে। আইএসএলের লিগ-শিল্ড জিতেছে। মেঘের উপর দিয়ে হেঁটেছে সবুজ-মেরুন শিবির।
নতুন মরশুমের পরিকল্পনাও শুরু করে দিয়েছে। নতুন ফুটবলার হিসেবে কাদের দলে নেওয়া হবে, তা নিয়েও চিন্তাভাবনা শুরু করে দিয়েছে পুরোদমে। কথাবার্তা চলছে একাধিক ফুটবলারের সঙ্গেই।
সোমবার আচম্বিতেই মোহনবাগান নিয়ে যে খবর ভেসে এল, তাতে কৌতূহল-অস্বস্তি সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে। জানা গিয়েছে, জেসন কামিন্সকে সই করানোর সময়ে মোহনবাগান 'ট্রেনিং কমপেনশেসন ফিজ' দিতে দেরি করে ফেলে। পরের বছরই বিষয়টা মিটিয়ে দেওয়ার জন্য ফিফার কাছে চিঠিও পাঠিয়েছিল। কিন্তু ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছ থেকে 'এরর' দেখানো হচ্ছিল। সেই কারণেই মোহনবাগানের উপরে নেমে এসেছে সাময়িক ট্রান্সফার ব্যান। আপাতত জাতীয় পর্যায়ের কোনও ফুটবলারকে সই করাতে পারবে না মোহনবাগান।
ক্লাব সূত্রে জানানো হয়েছে, টেকনিক্যাল কারণেই এই নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা যাতে দ্রুত তুলে ফেলা সম্ভব হয়, সেই কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট। খুব শীঘ্রই বিষয়টার মীমাংসা হয়ে যাবে। গুরুতর কোনও ব্যাপার নয়।
নতুন কোনও ফুটবলার নতুন ক্লাবে সই করলে সংশ্লিষ্ট ফুটবলারের পুরনো ক্লাবকে 'ট্রেনিং কমপেনশেসন' দিতে হয়। যতদিন না বিষয়টার নিষ্পত্তি হচ্ছে, ততদিন জাতীয় স্তরের নতুন ফুটবলারকে সই করাতে পারবে না মোহনবাগান। গতবার একই কারণে মুম্বই সিটি এফসি এই নিষেধাজ্ঞার কবলে পড়েছিল।
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের